বিসিএস ভাইভায় যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে
বিসিএস ভাইভা বোর্ডে প্রবেশের আগে পিএসসির চেয়ারম্যান বা সদস্যের ব্যক্তিগত কর্মকর্তার কাছে নিম্নোক্ত ডকুমেন্টগুলোর সমন্বয়ে মূল সেট বোর্ডে প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি দুই সেট প্রস্তুত করে জমা দিতে হয়। আগে থেকেই সব ডকুমেন্টস প্রস্তুত করে রাখলে ভাইভার দিন অহেতুক বিড়ম্বনার শিকার হতে হয় না।
ভাইভা বোর্ডে যেসব কাগজপত্র চাওয়া হয় সেগুলো হলো:
১. বিসিএস প্রবেশপত্র: প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় এই প্রবেশপত্র ব্যবহার করেছেন। bpsc.teletalk.com.bd লিংকে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে যেকোনো সময় প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন।
২. মৌখিকের সাক্ষাত্কারপত্র: আগে ডাকযোগে মৌখিকের সাক্ষাত্কারপত্র পাঠানো হলেও এখন অনলাইন থেকেই এটি ডাউনলোড করে নেওয়া যায়। এই ওয়েবসাইট থেকে পিডিএফ আকারে ফাইলটি ডাউনলোড করে প্রার্থীর নাম, রেজিস্ট্রেশন নম্বর এবং মৌখিক পরীক্ষার তারিখ পূরণ করে নেবেন।
৮. NOC (অনাপত্তিপত্র): চাকরিজীবী প্রার্থীদের পিএসসির নিজস্ব ফরম্যাটে নিজ নিজ প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত NOC (অনাপত্তিপত্র) ভাইভার দিন জমা দিতে হবে। (এ ছাড়া প্রার্থী ক্ষুদ্র জাতিগোষ্ঠী হলে জেলা প্রশাসকের সনদ, প্রার্থী প্রতিবন্ধী হলে জেলা সমাজসেবা অফিসারের সনদ, প্রার্থী তৃতীয় লিঙ্গ হলে সিভিল সার্জনের সনদ, প্রার্থীর মুক্তিযোদ্ধার সন্তান/নাতি হলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে)।
৯. জাতীয় পরিচয়পত্র: জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
১০. নাগরিকত্ব সনদ: পৌরসভা/ইউনিয়ন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
১১. প্রাক্–চাকরি বৃত্তান্ত যাচাই ফরম/পুলিশ ভেরিফিকেশন ফরম: এই ওয়েবসাইট থেকে পিডিএফ আকারে তিন সেট প্রাক্–চাকরি বৃত্তান্ত যাচাই ফরম/পুলিশ ভেরিফিকেশন ফরম ডাউনলোডের পর পূরণ করে ভাইভা পরীক্ষার দিন জমা দিতে হবে।
দ্রষ্টব্য: ভাইভা বোর্ডে জমা দেওয়া সব ফটোকপি ডকুমেন্টের ওপর প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর পেনসিল/কলম দিয়ে লিখে দেবেন। সবার জন্য শুভকামনা।
.webp)
0 coment rios: